ইরানে বিমান বিধ্বস্ত, ৬৩ কানাডিয়ান নিহত

ইরানে বিমান বিধ্বস্ত, ৬৩ কানাডিয়ান নিহত

বুধবার সকাল ১০টায় তেহরানে খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ জেট দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিলেন ইরান এবং কানাডার।

ইরানে ইউক্রেনগামী বিমান বিধ্বস্ত হয়ে ৬৩ কানাডিয়ানসহ ১৭৬ জন যাত্রীর নিহত হওয়ার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন এই দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং শোকাহত। দুর্ঘটনায় যারা পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

খবরে প্রকাশ, দুর্ঘটনায় নিহত কানাডিয়ানের সংখ্যা ৬৩ জন। এছাড়াও ৮২ জন ইরানি, নয় জন ক্রুসহ ১১ জন ইউক্রেনিয়ান, ১০ জন সুইডিশ, ৪ জন আফগান, ৩ জন ব্রিটিশ এবং ৩ জন জার্মান ছিলেন।

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই ইরানে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০১৯ সালে ইরানে বোয়িং ৭০৭ সেনা মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রীর ১৫ জন নিহত হয়েছিলেন।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.