লিবিয়ায় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আইএস

লিবিয়ায় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আইএস

4-format20লিবিয়ার ত্রিপোলি থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইসলামিক স্টেট (আইএস) নামের জঙ্গি সংগঠন।

এরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরগাও গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুজ্জামান রাসেল (২৪) ও মুন্সীগঞ্জের রিপন (২২)।

শুক্রবার ত্রিপোলির একটি বাজার থেকে তাদের ধরে নেওয়া হয় বলে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে খবর এসেছে।

আর এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, দেশটির বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে ভয়াবহ হামলার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।

বিবিসি অনলাইনের শুক্রবার সকালে এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে,ওই ছয়জনকে বৃহস্পতিবার ব্রাসেলসের স্কাহবিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার ব্রাসেলসে পৃথক হামলায় ৩১ জন নিহত হয়। এ ঘটনায় বেলজিয়ামে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হয়। ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। ওএনবি/এসএস

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.