সময়ের কথা ডেস্ক: সম্প্রতি ভারতে হয়ে গেল গরুদের সুন্দরী প্রতিযোগিতা! এ সময় কয়েকশ গরু এবং ষাড় র্যাম্পে অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গৃহপালিত পশুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে। ইয়াহু অড নিউজের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের হরিয়ানা প্রদেশের এক শহরে গত শনিবার এই বিশেষ র্যাম্পের আয়োজন করা হয়। বিচারকরা ওই সময় বিভিন্ন ক্যাটাগরির মোট ১৮টি পশু নির্বাচন করেন। তবে প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৬৩০টি পশু। জানা গেছে, গরুর আকার, শিং এর ধরন, লেজের সৌন্দর্য্যের ভিত্তিতে ওই ১৮ পশুকে সেরা নির্বাচিত করা হয়। এদিকে অভিনব এই পদক্ষেপটি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে দেখা গেছে ব্যপক উৎসাহ উদ্দীপনা। প্রদেশটির এক কৃষক রণধীর সিং বলেন, আমি আমার সেরা গরুটা এই প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম। সে পুরস্কার জিতেছে। তিনি জানান, তার গরুটি তিনি লাল রঙের ফিতা দিয়ে সাজিয়ে ছিলেন। তার মাথায় চারপাশে ওই লাল ফিতা দিয়ে জড়ানো ছিল।রণধীরের ভাষায়, তার গরুটিকে তখন বিয়ের কনের মতোই দেখাচ্ছিলো। জানা গেছে, রাজ্যের ২১টি জেলার কৃষকরা তাদের গরু নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওএনবি২৪ Loading… সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আরও পড়ুন কানাডায় পার্লামেন্ট নির্বাচন ১৯ অক্টোবর ১৭ এপ্রিল : সাহসী শপথের দিন বাংলাদেশের রাজনীতি : অতীত ও বর্তমানের খতিয়ান সাফল্যের জন্য পরিশ্রমের বিকল্প নেই Loading… অনুভূতি জানানঃ Facebook fan page Leave a Reply Cancel ReplyYour email address will not be published.