সময়ের কথা পরিবার

সময়ের কথা পরিবার

প্রতিষ্ঠাতা সম্পাদক: মৃত মাহাবুবুল হাসান নীরু (Mahabubul Hassan Niru), প্রাক্তন স্বাপ্তাহিক রোববার এবং স্বাপ্তাহিক ক্রীড়ালোক এর প্রতিষ্ঠাতা সম্পাদক।

ভারপ্রাপ্ত সম্পাদক: রিপন কুমার দে

প্রকাশক: শৈলী (shoilyfoundation.org) এর পক্ষে রিপন কুমার দে

ব্যুরো সম্পাদক  (নিউজ) : মিজানুর রহমান সোহেল (বাংলাদেশ)

শিল্প-কলা সম্পাদক : কাওসার মাহমুদ (বাংলাদেশ), অনল হাসান (কানাডা)

ব্যবস্হাপনা উপদেষ্টা: সোহেল মিয়া

এডমন্টন প্রতিনিধি : হালিম শাহ

সম্পাদকীয় উপদেষ্টা, লাইফ স্টাইল বিভাগ : শেখ সাইফুর রহমান (বাংলাদেশ)

লাইফ স্টাইল বিভাগ : সায়লা পারভিন (কানাডা), রেহানা আক্তার লুনা (বাংলাদেশ)

সম্পাদকীয় উপদেষ্টা, সময়ের খেলা বিভাগ :  সাইফুর রহমান চৌধুরী (বাংলাদেশ)

মিডিয়া পার্টনার :  ওএনবিটুয়েন্টিফোর.কম

‘সময়ের কথা’ বাংলা ভাষায় কানাডা থেকে প্রকাশিত একটি অনলাইন পারিবারিক সাপ্তাহিক পত্রিকা। প্রকৃত এবং বলিষ্ঠ সাংবাদিকতায় আমরা বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। আমাদের লক্ষ্য গতানুগতিক এবং অপরিপক্ক ও অপসাংবাদিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করে সত্য ও বস্তনিষ্ঠ এং পরিশ্রমী সাংবাদিকতার পূর্ণ সেবা করে সাংবাদিকতার উদ্দেশ্য ও আদর্শকে সমুন্নত রাখা। সঠিক পথে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া। পাঠকদের হাতে এমন একটি মার্জিত, সুন্দর ও মননশীল পত্রিকা তুলে দেয়া যাতে পাঠকদের চাহিদা মিটবে। পাঠকরা পরিপূর্ণভাবে খুঁজে পাবে তাদের সকল চাওয়া। মিটবে তাদের নানা প্রয়োজন। প্রকৃত পাঠক সেবার দৃঢ় প্রত্যয় আমাদের বুকে, মুখে এবং কলমে। সময়ের কথা পাঠকদের পত্রিকা, কাজেই পাঠক চাহিদা পূরণই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। এ ব্যাপারে আমরা পাঠকদের সহযোগিতাও কামনা করি। তারা আমাদের কাছে আরো কি চান, আমাদের আরো কি করা উচিত সেসব লিখে জানালে আমাদের পাঠক মনোরঞ্জনের পথটা আরো সহজতর হবে। আমরা সচেতন বিজ্ঞাপনদাতাদেরও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের পঁচিশ ভাগ আমরা প্রদান করবো বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যার্থে। অতএব সময়ের কথায় বিজ্ঞাপন প্রদান করে আপনি আপনার পণ্য/প্রতিষ্ঠানের সুষ্ঠ সুন্দর প্রচারের পাশাপাশি ক্যান্সার রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের এ ভূমিকা আমরা সদা শ্রদ্ধার সাথে স্মরণ করবো। সকল বিষয়ে আপনাদের মতামত ও সহযোগিতা আমাদের কাম্য।

সময়ের কথা। কানাডা থেকে প্রকাশিত আধুনিক প্রযুক্তির একটি পূর্ণাঙ্গ পত্রিকা। দেশ-বিদেশে অবস্থানরত এক ঝাঁক তরুণের স্বপ্নের নাম ‘সময়ের কথা’। বিশ্বব্যাপী সময়ের কথা’র প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়া চলছে। আপনিও যদি হতে চান সময়ের কথা পরিবারের একজন তবে আপনার ইচ্ছে এবং যোগ্যতা এবং কোন অঞ্চল বা দেশের প্রতিনিধি হতে চান সেটা জানিয়ে somoyerk@gmail.com এ ই-মেইলে পাঠিয়ে দিন একটি আবেদনপত্র। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী নবীন-প্রবীণ লেখক, কবি, সাহিত্যিকরা লিখুন আপনার পছন্দসই যে কোনো লেখা। কেননা সময়ের কথা সব বিষয়ের একটি পত্রিকা। তবে অবশ্যই লেখার ভাষা সুন্দর এবং মার্জিত হতে হবে। কোনোভাবেই লেখাতে পত্রিকার নীতি-আদর্শ বিরুদ্ধ আপত্তিকর কিছু থাকা যাবে না। আগ্রহী লেখক, কবি সাহিত্যিকরা somoyerk@gmail.com-এ ই-মেইলে পাঠিয়ে দিন আপনার লেখাটি। আপনার লেখাটি আমাদের হাতে এলে এবং ছাপার উপযোগী হলে আমরা তা সযতনে ছাপবো। তিন মাসের মধ্যে লেখাটি প্রকাশ না হলে ধরে নিতে হবে সেটা প্রকাশের অযোগ্য। এভারেস্ট জয় করার মতো আমাদের কোনো খায়েশ আমাদের নেই। আমাদের লক্ষ্য সীমাবদ্ধ পরিসরে সীমিত সবুজে ‘পাঠকসেবা’। চলতে চলতে, বলতে বলতে পাঠকের মনে স্থান করে নেয়া। নব আলোকে নতুন পথের সন্ধানে ছুটে চলা। লেখক, সাংবাদিক এবং পাঠকের সম্মিলনে প্রতিদিন নতুনত্বের স্বাদ নেয়া এবং দেয়া। ‘সময়ের কথা’ আপনার পত্রিকা। পড়তে পড়তে আপনিও হয়ে উঠতে পারেন একজন লেখক। লিখতে পারেন যে কোনো বিষয়ের ওপর। লেখা যেমনই হোক, ভাষা হতে হবে মার্জিত এবং সুন্দর। প্রয়োজনে আমরা আপনাকে সহযোগিতা করবো। লেখক, সাংবাদিকরা লিখুন উদার চিত্তে। আমরা আমাদের চলার পথে আপনাকে সঙ্গী হিসেবে পেতে চাই। বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিন। আমরা পূর্ণ সচেষ্ট আপনার পণ্য/প্রতিষ্টানের বিজ্ঞাপনটি সযত্নে পাঠকদের সামনে তুলে ধরতে। সময়ের কথায় লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন। আপনার বন্ধুকেও বলুন…….

সময়ের কথা বিজ্ঞাপন তথ্য

ধন্যবাদান্তে,
-সময়ের কথা পরিবার।
ইমেইল: somoyerk@gmail.com.