ক্ষুদে দাবারু’র বড় অর্জন

ক্ষুদে দাবারু’র বড় অর্জন
দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার ফাহাদ

দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার ফাহাদ

সময়ের কথা ডেস্ক : আন্তর্জাতিক দাবা আমাদের সাফল্যের আলোকমালা দীর্ঘদিন থেকেই ছড়িয়ে আসছে। বিভিন্ন সময়ে দেশের কৃতি দাবারুরা নিজেদের প্রতিবার স্বাক্ষর রেখে দেশের জন্য বয়ে এনেছেন সাফল্য। এতে যেমন আন্তর্জাতিক পরিসরে দে‌শের মুখ উজ্জ্বল হয়েছে, তেমনি তাদের কেউবা গ্র্যান্ড মাস্টার, কেউবা ফিদে মাষ্টারের খ্যাতি অর্জন করেছেন। এবার দেশীয় দাবার এক ক্ষুদে তারকা বয়ে এনেছেন বড় এক সাফল্য। মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। গত জুন মাসে থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত আশিয়ান এইজ গ্রুপ দাবা চ্যাম্পিয়নশিপসের অনূর্ধ্ব-১০ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে তিনি এ খেতাব লাভ করেন। বিশ্ব দাবা সংস্থা হতে তার খেতাব প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ফাহাদ হচ্ছেন দেশের সবচেয়ে কম বয়সী ফিদে মাস্টার খেতাব প্রাপ্ত খেলোয়াড় ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে। চতুর্থ শ্রেণীতে পড়–য়া এই দাবাড়– এর আগে জাতীয় সাব জুনিয়ার চ্যাম্পিয়ন হয়েছেন। জুনে থাইল্যান্ডে অনুষ্ঠিত আশিয়ান বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই ফিদে মাস্টারের জন্য প্রয়োজনীয় (২০২৫) রেটিং পান ফাহাদ। আন্তর্জাতিক দাবা সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে ফাহাদ পত্রিকাকে জানান, আমি আশাবাদী ছিলাম দ্রুত এই খেতাব পাবো। ভালো লাগছে আন্তর্জাতিক দাবা সংস্থার স্বীকৃতি পেয়ে। এই খেতাব ভবিষ্যতে আরো ভালো করার প্রেরণা জোগাবে। এখন আমার লক্ষ্য গ্র্যান্ড মাস্টার হওয়া। আশা করছি, দ্রুত গ্র্যান্ডমাস্টারের খেতাব পাবো। অবশ্য এই জন্য আমাকে পরিশ্রম করতে। আর তা করতে আমি প্রস্তুত।সামনের দিনগুলোতে ফাহাদের আরো সাফল্য দেখার আশায় অপেক্ষমান দেশবাসী।

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.