বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির ঘটনায় মুক্তিযোদ্ধার প্রজন্ম’র নিন্দা

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির ঘটনায় মুক্তিযোদ্ধার প্রজন্ম’র নিন্দা

Source: Online newspaper

কোটা প্রথা বহাল রাখার এবং আন্দোলনের নামে সহিংসতা ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কতিপয়ের কটুক্তির তীব্র নিন্দা জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।      

নেতৃবৃন্দ বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ৭১এ জীবনপণ যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং লক্ষ লক্ষ মা বোনের সিমাহীন আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন করেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীর গুলিতে ও অত্যাচার নির্যাতনে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে, পঙ্গু হয়ে কিংবা বুলেটবিদ্ধ শরির নিয়ে সিমাহীন কষ্টে দিনযাপন করছেন। বীর মুক্তিযোদ্ধারা জীবনের, পরিবার পরিজনদের ও আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে মরনপণ লড়াই করে এ দেশ স্বাধীন না করলে হয়ত আজ পর্যন্ত আমরা একটি স্বাধীন সার্বভ্যেম বাংলাদেশ পেতাম না। আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে পাক হানাদারদের দ্বারা নির্যাতিত নিস্পেষিত হয়েই মানবেতর জীবন যাপন করতে হতো। তাই জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান জানানোর এবং সহনশীল হওয়ার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি আমরা উদাত্ত আহবান জানাই। 

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিষোদগারকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.