সঙ্গীত / শান্তার দু’টি অ্যালবাম

সঙ্গীত / শান্তার দু’টি অ্যালবাম

ফারহানা ১

কা  নাডা প্রবাসী বাঙ্গালী কণ্ঠশিল্পী ফারহানা শান্তা সম্প্রতি কলকাতায় দু’টি অডিও অ্যালবামের কাজ করেছেন। অ্যালবাম দুটি গত ২৪ আগস্ট শানিবার থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ১০টি রবীন্দ্রসংগীত নিয়ে ‘সার্থক জনম’ অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন কলকাতাস্থ সংগীত পরিচালক দুর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবাম দুটির প্রকাশ করছে কানাডার টরন্টোস্থ এমবি এন্টারটেইনমেন্ট, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে আছে ঢাকার ফাহিম মিউজিকস। অ্যালবামে সংকলিত গানগুলো যথাক্রমে- অনেক দিয়েছ নাথ, তুমি সন্ধ্যার মেঘমালা, আমি কেবলই স্বপন, দয়া দিয়ে হবে গো মোর, তোমার কাছে এ বর মাগি, চরণ ধরিতে দিওগো আমারে, যদি জানতেম আমার কিসের ব্যথা, একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে ও সার্থক জনম আমার। ৮টি আধুনিক গানের সংকলনে শান্তার অপর অ্যালবাম ‘ডিঙ্গা ভাসাও’। ৮টি গানেরই গীতিকার, সুরকার  নচিকেতা, অ্যালবামটির সংগীত পরিচালনাও করেছেন তিনি। ডিঙ্গা ভাসাও’র গানগুলো যথাক্রমে-  ডিঙ্গা ভাসাও মন, তোর ও দু’হাত ধরে, মাওলা মেরে মাওলা, অচেনা এই শহরে, সে কি জানে প্রেমের মানে, মন মানে না কি কারণ, সে যেন মাতাল হাওয়া ও নীল নীল আকাশ । অ্যালবামের মিউজিক প্রোগ্রামিং ও সাউন্ড ডিজাইনিংয়ে ছিলেন গুরুচরণ বেন্স ও ভবেশ মোদক। অ্যালবামটির প্রকাশনী শুভেচ্ছায় নচিকেতা বলেন, শান্তার সাফল্যে আমিও যেন শরিক হতে পারি ।

-প্রেস বিজ্ঞপ্তি

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.