সাড়ে আটটায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা – ম্যাচ রেফারি

সাড়ে আটটায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা – ম্যাচ রেফারি
mirpur-409x230সাড়ে আটটায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা, জানিয়েছেন ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত সত্যিই হলো আশঙ্কা । প্রতীক্ষার ফাইনাল ম্যাচে  আঘাত দিল বৃষ্টি।রোববার পৌনে ৬টায় রাজধানীর মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পিচ ঢেকে ফেলা হয়েছে।এর আগে দুপুরেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানিয়েছিলেন, বিকেলের পরে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যে সময় খেলা চলবে, সে সময়ও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবদুল মান্নান বলেন, এখন যে মৌসুম চলছে সেখানে কিছুটা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুব বেশি হবে না।

রোববার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। ওএনবি/ এএম

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.