মীমের তিনটি ছড়া

মীমের তিনটি ছড়া

(কোলাহলের ছোট্ট বন্ধুদের জন্য আর এক ছোট্ট বন্ধু মীম  লিখেছে তিনটি মজার ছড়া। মীমদের বাসা ঢাকার ইস্কাটনে। আশা করি ছড়াগুলো তোমাদের সবার অনেক ভালো লাগবে। কোলাহলের ছোট্ট বন্ধুরা, তোমরাও ছড়া, গল্প লিখে পাঠাও। পাঠাতে পারো মজার ঘটনা। আব্বু-আম্মু, ভাইয়া, আপুদের নিয়ে লেখা। ছবি এঁকেও পাঠাতে পারো। আমরা তা এখানে সুন্দর করে ছেপে দেবো। তোমার লেখা  ও ছবি সবাই দেখবে, পড়বে..কত্তো মজা হবে ..তাই না? কি ভাবে লেখা পাঠাবে? আমাদের ই-মেইল হচ্ছে, somoyerk@gmail.com. প্রয়োজনে আব্বু, আম্মু, ভাইয়া, আপুদের সাহায্য নাও।)

মীম ই

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার প্রিয় বাবাবাবা-২

 

সে আমার প্রিয় মানুষ,

আমার প্রিয় বাবা

খেলতে পারে নানা খেলা

খেলতে পারে দাবা।

তাকে ছাড়া থাকতে মোদের

হয় যে অনেক কষ্ট

পার হয়ে যায় বৈশাখ,

পার হয়ে যায় জৈষ্ঠ্য ॥

 

 

মামা

 

তোমার প্রিয় ‘খেলনা’ হলে

আমার প্রিয় ‘মা’,

মায়ের চেয়ে বড় কিছু

হতেই পারে না।

 

সবচেয়ে প্রিয় কে,

বলো কোন জন?

পৃথিবীতে সবচেয়ে

বলো কে আপন?

মা হলো সেই জন

যে দিতে পারে এ জীবন ॥

 

 

বাবুই পাখিবাবুই পাখি

 

বাবুই পাখি, বাবুই পাখি

কেমন আছো ভাই্?

অনেক দিন তোমার সাথে

দেখা-সাক্ষাৎ নাই!

 

=বিপদ ছিলো ভাই

তাই দেখা-সাক্ষাৎ নাই।

গিয়েছিলাম আনতে খাবার

দূরের ঐ গাঁয়ে

পরিয়ে দিলো শিকারি

শেকল আমার পায়ে।

 

অনেক কষ্টে এ যাত্রা

বেঁচে গেছি ভাই

তাই তো অনেক দিন

দেখা সাক্ষাৎ নাই ॥

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.