ক বি তা

ক বি তা

কবিতা-ইলা

আ মা র  অ পে ক্ষা

সা ঈ দ  বা রী

কালে শিশির-ভেজা শিউলি ফুল দেখব
সারা রাত্রি আমার তাই অপেক্ষা।
নিজেকে আরো একটূ গুছিয়ে নেব,তাই
ভয়ঙ্কর শ্ত্রুর জন্যে আমার অপেক্ষা।

 

একটি মোহন শব্দের জন্যে
শুদ্ধতম কবির মতো আমার অপেক্ষা।
পরীক্ষার ফল বের হলে পাশ করব-
বালকের এই সহজ-শাদা ভাবনার মতো আমার অপেক্ষা।

 

ভালোবাসা পেলে সমৃদ্ধ আর সম্পন্ন মানুষ হবো।
তাই ভালোবাসার জন্যে
আমার একজীবন অপেক্ষা!!

 

love-

 

প্রে মে র  প্রে মে 

 

মে হে দী  হা সা ন

 

বিধৌত জলকনার মত স্নিগ্ধ সে প্রেম-

শীতের সকালে রোদ-পোহানোর আমেজ,

সেই প্রেমের ভেতরে চাদর মুড়ি দিয়ে

গুটিসুটি মেরে থাকে বসে।

তুষার মোড়া জমে যাওয়া ঠান্ডায়,

সিগারেট ধরানোর উষ্ণ উষ্ণতা

সেই প্রেমের চারধারে ভেসে বেড়ায়।

 

এ প্রেম আমার নয় কারো প্রতি,

আমার প্রতিও নয় কারো এই প্রেম।

এটা আমার প্রেমিকার প্রেম,

তার আবেদনময় প্রেমিকের প্রতি।

 

প্রেমিকা আমাকে টানে না,

প্রতিদন্ধী ঈর্ষা না জাগায়;

মৃদু পায়ে ঘনিয়ে আসা

ক্ষুধার্ত অপরাহ্ন বেলায়-

আমি সবকিছু থেকে ভেসে উঠে

নিমজ্জমান সেই প্রেমের প্রেমে।

 

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.