কবিতা

কবিতা

কবিতা

নিশি প্রদীপ

রু মে ল  খা ন

নি শিরাতের গভীর নি:স্তদ্ধতায়-

জলন্ত একটা প্রদীপ-

প্রাণপণে করে যাচ্ছে শেষ সংগ্রাম

দমকা বাতাসের সাথে;

তাছাড়া সামান্য সংগৃহীত

তেলটুকুও যাচ্ছে ফুরিয়ে,

ক্ষতবিক্ষত আহত সৈনিকের মতো টলতে টলতে,

রক্তক্ষরণ ঘটিয়ে

তবুও শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

নিঝুম রাতের বুকের কাছে-

বিকেলের আকাশ মুখ থুবড়ে পড়ে!

প্রদীপও মুখ থবড়ে পড়বে

অল্প কিছুক্ষণের মধ্যেই,

কিন্তু শেষ চেষ্টাটা না করেই সে নিভে যাবে না কিছুতেই …

 

সে আপোষহীন রূপ রাক্ষস

সে সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত যোদ্ধা,

সে স্বার্থত্যাগী জীবতুল্য;

সে আমৃত্যু লড়াকু বীর;

নিঝুম রাতের বুকের কাছে

নিভে যাচ্ছে প্রদীপ,

নিভে যাচ্ছে,

নিভে যাচ্ছে…

 

 

 

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.