অদ্ভূত জাপানী খেলা

অদ্ভূত জাপানী খেলা

জাপানীরা ২য় বিশ্বযুদ্ধের সময় অনেক ভয়ংকর ছিলো । বর্তমানে জাপানী জাতি এখন অনেক নমনীয় দৃশ্যত। কিন্তু প্রকৃতঅর্থে এখন জাপানের অনেক অঞ্চলে মধ্যযুগীয় অনেক ধরনের বিনোদনের প্রয়াস চালানো হয়ে থাকে। পাশের ছবিটির একটি বিশেষ খেলা তেমনি ইঙ্গিত বহন করে। আগে মনে  হতো ম্যাক্সিকো বা স্পেনেই বোধহয় মানবতা বিবর্জিত এই লাগুলো হয় । কিন্তু এশিয়াতেও যে এমন জঘন্য খেলা হতে পারে তা অনেক বোদ্ধা মহলেরও জানা ছিলো না ।

হ্যাঁ জাপানে তেমনি একটা মানবতা বিবর্জিত খেলা হয় ।  এবং যেটিতে ব্যবহার করা হয় টিউব লাইট । খেলাটির নিয়ম হচ্ছে ঠিক এমন যে একে অপরকে ততক্ষন পর্যন্ত আঘাত করতে থাকবে যতক্ষন পর্জন্ত যে কোনো একজন গুরুতর অহত হয়ে না পড়ে যায় ।

এই খেলাটি আমাদের কাছে শুনতে অনেকটা বিভ্যষত মনে হলেও জাপানীদের কাছে এই খেলাটি অনেক জনপ্রিয় ।

সূত্র: টোকিও ডেইলি


সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.