বৃটেনের সশস্ত্র বাহিনী হ্যাকার নিয়োগ দেবে

বৃটেনের সশস্ত্র বাহিনী হ্যাকার নিয়োগ দেবে

HAK-3

সংবাদটা শুনে একটু চমকে ওঠার মতোই, সশস্ত্র বাহিনী কিনা নিয়োগ করবে হ্যাকার! সেও আবার হ্যাকারদের বলা হচ্ছে, ‘সাইবার যোদ্ধা’! এটা এতোটুকু বাড়িয়ে বলা কোনো গল্প নয়। সত্যি সত্যি সাইবার যুদ্ধে নিজেদের নিরাপদ রাখতে হ্যাকার বা সাইবার যোদ্ধা নিয়োগ দিচ্ছে ব্রিটেনের সশস্ত্র বাহিনী।

দেশটির প্রতিরক্ষা সচিব ফিলিপস সম্প্রতি সাইবার যোদ্ধা নিয়োগের এ ঘোষণা দেন। চলতি বছরে ব্রিটেনে বেশ কিছু সাইবার হামলা হয়েছে বলে জানান ফিলিপস। এ ধরনের হামলা প্রতিরোধে এবং প্রয়োজনে ফিরতি হামলা করতেই বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি।

নতুন নিয়োগ পাওয়া সাইবার বিশেষজ্ঞরা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবেই কাজ করবে। জয়েন্ট সাইবার রিজার্ভ ইউনিট নামে একটি শাখা খুলেছে ব্রিটেনের সশস্ত্র বাহিনী।এ শাখার সদস্য হিসেবেই এ সাইবার বিশেষজ্ঞরা কাজ করবেন।

বলার অপেক্ষা রাখেনা যে, সাইবার যুদ্ধ এখন বিশ্ব আতংকে পরিণত হয়েছে। বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো এখন সম্মুখ যুদ্ধের পরিবর্তে সাইবার যুদ্ধকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। এ কারণে বিভিন্ন দেশ এরই মধ্যে প্রতিরক্ষামূলক নানা উদ্যোগ নিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হল ব্রিটেন।

যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক পরিমাণে সাইবার যুদ্ধের শিকার হয়েছে বলে দাবি করে। তারা এরই মধ্যে প্রতিরক্ষামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য তারা ব্যাপক হারে সাইবার বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছেন।এ তালিকায় হ্যাকাররাও রয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শতাধিক সাইবার বিশেষজ্ঞ নিয়োগ দেবে বলে জানায়। দেশটির প্রতিরক্ষা সচিব ফিলিপ হেমন্ড বলেন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। রাষ্ট্রীয় সাইট ও অভ্যন্তরীণ বিভিন্ন তথ্যের নিরাপত্তার জন্য আমরা শতাধিক সাইবার বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছি।HA-1

ব্রিটেনের পর নিশ্চয় আবার কোনো উন্নত দেশ এ জাতীয় উদ্যোগ গ্রহণ করবে। এভাবেই নিজেদের প্রতিরক্ষা শক্তিকে সমৃদ্ধ এবং নিরাপদ করতে বিশ্বের বিভিন্ন দেশ হ্যাকারদের যদি নিয়োগ দিতে থাকে তবে তো হ্যাকারদের পোয়াবারো!

গ্রন্থণা : নাসিম মোমেন

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.