কানাডার ফেডারেল নির্বাচন: এন্ড্রু এগিয়ে, ট্রুডো পিছিয়ে!

কানাডার ফেডারেল নির্বাচন: এন্ড্রু এগিয়ে, ট্রুডো পিছিয়ে!

সময়েরকথা ডটকম: আসছে অক্টোবরে হতে যাছে কানাডার ফেডারেল নির্বাচন। কে হবেন কানাডার ফেডারেল প্রধানমন্ত্রী? – এই প্রশ্ন এখন জনমনে, সবাই তাকিয়ে আছেন আসছে অক্টোবরে হতে যাওয়া কানাডার ফেডারেল নির্বাচন এর দিকে। কিন্তু ফোরাম রিসার্চের জরিপ বলছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর কনজারবেটিভ পার্টির নেতা এন্ড্রু শিয়ারকে মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।

জরীপে বলা হয়, ৩৮ শতাংশ ভোট কনজারভেটিভ পার্টির পক্ষে যাবে, অপর দিকে, লিবারেল পার্টির বিজয়ের সম্ভাবনার পক্ষে যাছে ৩২ শতাংশ ভোটার!

তবে ফোরাম রিসার্চের জরিপএ দেখা যাছে যে, এনডিপির জাগমিত সিং কোনোভাবেই ফ্রন্ট লাইন এ টিকে থাকতে পারবেন না। বরং অপেক্ষাকৃত ছোটো পার্টি গ্রীন পার্টির নেতা এলিজাবেথ এগিয়ে আছেন অনেকটা।

পুরো কানাডায় ১৭৩৩ জন ভোটারের উপর গত ২৬ এবং ২৮ জুলাই এ জরীপ চালিয়ে এই তথ্য পেয়েছে ফোরাম রিসার্চ অথরিটি।

ফোরাম রিসার্চ অথরিটি জানিয়েছে, ম্যানিটোবা, আলবার্টা, সাসকাচুয়ান, প্রেইরি এলাকায় কনজারভেটিভ পার্টির অনেক এগিয়ে রয়েছে। অপরদিকে, লিবারেল পার্টি এগিয়ে রয়েছে আটলান্টিক কানাডা, কুইবেক এবং অন্টারিওতে।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.