
প্রতিবারের মত এবারও বাঙ্গালীর প্রাণের বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা হতে যাচ্ছে টরোন্টতে।
ধর্ম-বর্ণ-অঞ্চল ভিত্তিক ভেদাভেদের উর্ব্ধে উঠে ইয়াং বাংলাদেশী টরন্টোনিয়ান গ্রুপ বিগত চার বছরের মতো আবারো আয়োজন করছে “বৈশাখী উৎসব ১৪২৩”।
তারিখ ও সময়সূচি নিম্নে দেওয়া হল:
তারিখ: ১৬ই এপ্রিল, শনিবার।
সময়: দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত।
উৎসবের আকর্ষন সমূহঃ
১. সাংস্কৃতিক অনুষ্ঠান
২. মুখে আলপনা
৩. মঙ্গল শোভাযাত্রা
৪. ছোটদের জন্য চকোলেট, খেলার আয়োজন
বাঙ্গালীর প্রানের মিলনমেলায় অংশগ্রহনের জন্য আয়োজকবৃন্দ সকলকে সবান্ধব আমন্ত্রন জানাচ্ছে।
ইয়াং বাংলাদেশী টরন্টোনিয়ান গ্রুপের পাশাপাশি বাঙ্গালি কালচারাল সোসাইটির আয়োজনে এদিকে হতে যাচ্ছে বৈশাখী মেলা।
তারিখ ও সময়সূচি নিম্নে দেওয়া হল:
তারিখ: ১৬ই এপ্রিল, শনিবার
সময়: দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত।