আন্তরিকতার সম্পর্ক

আন্তরিকতার সম্পর্ক

সমাজের মধ্যে একজন মানুষ সঠিক ও সুন্দরভাবে জীবন ধারণের জন্য,

বিভিন্ন রকমের অসংখ্য মানুষের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকে।
সে নিজেও সমাজের অন্য মানুষদেরকে বিভিন্ন রকমের অনেক সাহায্য সহযোগিতা করে থাকে। সমাজের মধ্যে সকল মানুষ একে অপরের উপর নির্ভরশীল।

এই সাহায্য সহযোগিতার জন্য, প্রত্যেক মানুষ জন্মের শুরু থেকে মৃত্যু বরণের আগ পর্যন্ত সমাজের মধ্যে অসংখ্য মানুষের সাথে বিভিন্ন রকমের অনেক সম্পর্ক তৈরি হয়ে থাকে।

সমাজের মধ্যে একে অপরের সাথে যে সম্পর্ক তৈরি হয়ে থাকে, সেটি হলো আন্তরিকতার সম্পর্ক। সমাজের মধ্যে প্রতিটি সম্পর্ক গড়ে উঠে একে অপরের মাঝে সঠিক ভালো দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে। সমাজের মধ্যে একে অপরের মাঝে যতো বেশি মনের আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, পছন্দ-অপছন্দ ইত্যাদি আদান-প্রদান হবে, ততো বেশি সম্পর্ক গুলো দৃঢ় হবে।

সমাজের সকল মানুষেরা একে অপরের মধ্যে, সব ধরনের সম্পর্ক গুলো চিরদিনের জন্য অটুট রাখতে চাই। কিন্তু অনেক সময় সমাজের মধ্যে বিভিন্ন রকমের দূঘটনা ও কোন কারণে একে অপরের মাঝে ভুল বুঝাবুঝি হয়ে থাকে।

তার ফলে কিছু সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। যা অনেক চেষ্টা করেও সে সম্পর্ক গুলো আর জোড়া লাগানো যায় না।

সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যে সব সময় সকলের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি করতে চাই ও সে সম্পর্ক চিরদিনের জন্য অটুট রাখতে চাই। আবার, কিছু মানুষ আছে এসকল কিছুই তার প্রয়োজন নেই।

সমাজের মধ্যে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি ও ভাঙ্গার মাঝে বিভিন্ন রকমের অসংখ্য স্মৃতি তৈরি হয়ে থাকে। সে স্মৃতি গুলো মানুষের মন থেকে কোনোদিন হারিয়ে হয়ে যায় না, বরং মানুষের মনের মধ্যে স্থায়ীভাবে থেকে যায়।

সমাজের মধ্যে একে অপরের মাঝে যে আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে, সেটি যেন চিরদিনের জন্য অটুট থাকে ও দৃঢ় হয় সাথে অন্যান্য সকল সম্পর্ক গুলো।

সময় চলে যায়,
যাকনা চলে,
স্মৃতি গুলো রয়ে যাক,
মনের মাঝে।

● মোঃ সজিব মিয়া

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.