“আমার কন্যার মুল্য ২০ হাজার টাকা ও এক খণ্ড খাস জমি না।

“আমার কন্যার মুল্য ২০ হাজার টাকা ও এক খণ্ড খাস জমি না।

12472430_1311650938852337_5948423132417754604_n“আমার কন্যার মুল্য ২০ হাজার টাকা ও এক খণ্ড খাস জমি না।
সোহাগী জাহান তনু আমার কন্যা,
আমি আমার কন্যার ধর্ষণ ও নৃশংসতম খুনের বিচার চাই…”

৯৬ ঘণ্টা পেরিয়েছে আমার কন্যা ধর্ষিত হয়েছে, ৯৬ ঘণ্টা পেরিয়েছে আমার কন্যা বর্বরতার শিকারে পরিনিত হয়েছে। ৯৬ ঘণ্টা পেরিয়েছে একটি জলজ্যান্ত মানুষ নেই।

প্রশাসনের দায়িত্ব ধর্ষক ও খুনি’কে বের করা। জনগণের অর্থের দানবাক্স খুলে সন্তানহারা বাবা-মা’র পিঠ চাপড়ে দেয়া নয়। আমরা খুনিকে অবিলম্বে চিহ্নিতকরণ ও গ্রেফতারের মতো দৃশ্য দেখতে চাই।

খুনি যেই হোক না কেন, আইন তাঁর শক্তিশালী বাহু প্রসারিত করবে, তাঁর বজ্রকঠিন মুঠো’তে সেই নরপশুর ফাঁসির রায় দেবে, সেই দৃশ্য দেখতে চাই। দেখতে চাই রেকর্ড ভাঙ্গা স্বল্প সময়ের ভেতর দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তোলা হয়েছে সেইসব নরপশু অথবা পশু’দের।

হে মাননীয়গণ, আমি বিচার প্রত্যাশী। আমি আমার কন্যা হত্যা ও ধর্ষণের বিচার চাই……। এভাবেই সন্তানহারা, তনুর বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন। সূত্র: গেরিলা১৯৭১ এফবিপেজ।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.