কবিতা : মামা

কবিতা : মামা

মামা , সাতটা বছর কেটে গেলো তুমি বিনা
দেখো কেমন করে আছি আমরা তুমি হীনা ।
দুঃখের ছাপ মনের মধ্যে এঁকে
তুমি চলে গেলে  আমাদের অনেক কষ্টে রেখে
তুমি হীনা ব্যাথা অনেক বুকে …
তোমার বিহনে আজ আমরা মরে যাচ্ছি ধুঁকে ধুঁকে ,
রাতের পরে দিন আসে , দিনের পরে রাত
তোমার কথা ভেবে যাই আমরা সারা দিন রাত

তুমি হীনা দু’চোখে শুধুই  জল ভাসে
বলো , তুমি এভাবে কেন চলে গেলে ।
আজ কোন রং নাই মনে , পরে আছে সব রং ঘরের এক কোণে
আজ সব কিছু লাগে  ফ্যাকাশে
ওরে না রঙ্গিন ঘুড়ি ওই নীল আকাশে ।
আজ তোমার কথা বড্ড মনে পরছে
কয়েক ফোঁটা চোখের জল অজান্তে গড়িয়ে পরছে
তোমার সাথে কাটানো মূহুত্ত ভুলবো কিভাবে
তুমিই তো ভালোবাসতে আমাদের সবাইকে ।
আজ তুমি নেই খাঁ খাঁ করে পীরগাছা ,
রেললাইন টাও তুমি ছাড়া কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা।
তোমার প্রিয় কামরাঙ্গার গাছ টাও  শুকিয়ে যাচ্ছে
কামরাঙ্গার গাছটাও আজ তোমার ছোঁয়া পেতে চাচ্ছে, 
শেফালি গাছের নিচে তুমি আছো ঘুমিয়ে বাবা মায়ের  সাথে  ,
তবে দোয়া করি বহুদূর থেকে আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসি করে । 

-অর্পিতা ঐশ্বর্য

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.