কানাডায় দুর্ঘটনা: কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

কানাডায় দুর্ঘটনা: কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

সময়েরকথা ডেস্কঃ কানাডার টরন্টোতে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিবিড় কুমার দের শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি এক সাংবাদিক ও শিল্পী কুমার বিশ্বজিতের ঘনিষ্ঠ একজন।

বাংলাদেশ সময় বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার দেয়া পোস্টে তারা নিবিড়ের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন।

কানাডাভিত্তিক বাংলা সংবাদমাধ্যম এনআরবি টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বেঙ্গলি টাইমসের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু বাংলাদেশ সময় বুধবার রাত ২টা ৩৭ মিনিটে দেয়া পোস্টে বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিন বাংলাদেশি আন্তর্জাতিক স্টুডেন্ট শাহরিয়ার খান (২০), এঞ্জেলা বাড়ৈ (২০) ও আরিয়ান দীপ্ত (১৭)। গুরুতর আহত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে (২১)।

‘সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে নিবিড়। ইতোমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে। এইমাত্র টরন্টো পৌঁছেছেন কুমার বিশ্বজিৎ ও তার সহধর্মিণী।’

তিনি আরও লেখেন, ‘বিশ্বজিত দার ভাই অভিজিত দে জানিয়েছেন, নিবিড়ের অবস্থা আগের চেয়ে ভালো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি। আহত নিবিড়ের দ্রুত সুস্থতা কামনা করছি।’

কুমার বিশ্বজিতের ঘনিষ্ঠ, সংগীতশিল্পী ও শিক্ষক সমরজিৎ রায় বৃহস্পতিবার সকাল ৮টা ২২ মিনিটে তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রচণ্ড দুশ্চিন্তায় কাটানো নির্ঘুম রাতের পরে সকালে দাদার (কুমার বিশ্বজিৎ) মেসেজ পেয়ে কিছুটা মনে স্বস্তি পেলাম। নিবিড়ের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করেছেন দাদা। যতটুকু মনে হলো নিবিড়ের শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

‘সারা দেশের মানুষের প্রার্থনা বিফলে যাবে না বলেই আমার বিশ্বাস। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো নিবিড়। আমরা সবাই ঠিক আগের মতোই ঘুরে বেড়াব।’

News courtesy: newsbangla24

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.