ছড়া / মাহাবুবুল হাসান নীরু

ছড়া / মাহাবুবুল হাসান নীরু

cho1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সস্তা কিগো ভালোবাসা,

একী মোয়া-মুড়ি?
সওদা কিগো ভালোবাসা,

যায় পাওয়া এক কুড়ি?

 

লাউ-বেগুন আর শিমের মতো?
ফার্মে পাওয়া ডিমের মতো?
জবর তিতা নীমের মতো?
সাবান-সোডা, ভীমে’র মতো?
 
পায়ে পরার সেকী জুতো?
হালকা-পলকা নরম সুতো?
ক্ষ্যাপা কোনো ষাঁড়ের গুঁতো?
ধরা-ছাড়ার একটি ছুতো?

 

নয়কো সেতো একটু ছোঁয়া
ওজনে তা ছকাট-পোয়া।
নয়কো সেতো একটু খানি

কাছে যাওয়া,
রেস্টুরেন্টে নিবিড় করে

কাছে পাওয়া।

 

নয়কো সেতো শরীর-ঘেঁষা পদ্য
মদ্য পানে সদ্য লেখা গদ্য,
ভাঙ্গ-চোরস আর গাঁজায় নয়কো মত্ত,
গজায় না সে বুকের ভেতোর নিত্য।

 

ভালোবাসা রঙ ফড়িং আর

প্রজাপতির মেলা;
জীবন দ্বীপে দু’টি মনের

গভীর প্রণয় খেলা।

 

আকাশভরা নীলের বুকে

ভালোবাসার ভেলা;
ভেসে ভেসে যায় গো বয়ে

দুই জীবনের বেলা।

 

সস্তা নয়গো ভালোবাসা,

নয়কো মোয়া-মুড়ি,
সওদা নয়কো ভালোবাসা,

যায় পাওয়া এক কুড়ি।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.