জন্মদিনে মানবতার গান

জন্মদিনে মানবতার গান

মোনায়েম সরকার

আজ আামাদের সব ভেদাভেদ ভুলে,

মানবতার ওই বন্ধ দুয়ার

দিতেই হবে খুলে।

চীন-মার্কিন বিদ্বেষ বিষে সবাই জর্জরিত,

তাদের জীবাণু অস্ত্র করেছে বিশ্ব অাতঙ্কিত।

মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে

হুমকিতে লাখো প্রাণ,

বাঁচবে যারা তারাই হবে

সবচে’ ভাগ্যবান।

মসজিদ ফাঁকা মন্দির ফাঁকা, ফাঁকা যে গির্জাঘর,

নীরবঘাতক দখল করেছে বিশ্বচরাচর।

বিশ্বদানব রুখতে হবে

সবখানে এক রব,

লড়াই বেঁধেছে মানবে-দানবে

কার হবে পরাভব?

মানুষ যদি শ্রেষ্ঠই তবে

মানুষের হবে জয়,

শয়তান কিছু প্রাণ কেড়ে নিবে

এরচেয়ে বেশি নয়।

এসো মানবিক হই

মোনায়েম সরকার

01

নিরাপদ নয় আামাদের এই বিশ্ব,

চারদিকে আজ মরছে মানুষ

হচ্ছি মোরা নিঃস্ব।

কি লাভ হলো বানিয়ে অস্ত্র

বানিয়ে অ্যাটম বোমা,

ঘাতকব্যাধি কাউকেই অাজ

করছে না তো ক্ষমা।

এশিয়া বলো, আফ্রিকা বলো

অথবা ওই ইউরোপ,

সকলের আজ বন্ধ দুয়ার

সকলেই আজ চুপ।

ঘাতকব্যাধির হিংস্রথাবায়

কখন যে কী আসছেন না

কেউ কারো কাজে

সবার মনেই ভয়।

মানুষ এখন দিশেহারা

সুখ নেই কারো মনে,

আতঙ্কে আজ কাটছে প্রহর

বদ্ধঘরের কোণে।

এতদিন যারা শ্রেষ্ঠ বলে

করতো বিশ্বে জাহির,

তারাই এখন গৃহবন্দী

হচ্ছে না কেউ বাহির।

হায় রে মূর্খ মানুষ তোমার

হুঁশ হবে অার কবে!

এ সভ্যতা ধ্বংস হলে

ভাঙবে কী ভুল তবে?

ধ্বংস করো অস্ত্রগুদাম

ট্যাঙ্ক কামানের গোলা,

অমানবিক অ্যাটম বোমা

থাকুক শিকেয় তোলা।

মানব সেবার মন নিয়ে আজ

পথে এসো নেমে,

বিশ্বকে আজ বাঁচাও তোমার

কল্যাণময়ী প্রেমে।

হিংস্র ভুলো, গর্ব ভুলো

ভুলো অত্যাচার,

নইল আজকে তোমার আমার

নেই কারো নিস্তার।

সুদিন আসবেই

মোনায়েম সরকার

01

এখন সবার হতাশায় কাটে দিন

মরণ সবারে হাতছানি দিয়ে ডাকে,

চেনা মানুষও অচেনা মনে হয়

সকলেই আজ দূরত্ব  মেপে থাকে।

ঘরে ঘরে আজ মৃত্যুর পরোয়ানা

অলস-জীবনে হাতপা ধোয়াই সার।

তবুও দেখি দাঁড়িয়ে রয়েছে ঠিকই

সীমান্তের ওই কঠিন কাঁটাতার।

ধর্মের বাণী আসছে না কোনো কাজে

ঈশ্বর নাকি রুষ্ট হয়েছে খুব,

তাই মানুষের এমন দুঃসময়ে

আরশ-মহলে রয়েছেন তিনি চুপ।

বিজ্ঞান তবু হালছেড়ে বসে নেই,

লড়াই করছে যতটুকু তার সাধ্য,

আজ নয় কাল হারবেই মহামারী

মানুষের কাছে হারতে সে হবে বাধ্য।

অনাগত দিনে থাকবে না কোনো ভয়,

মানুষ সেদিন হাসবে শুধু হাসবে,

মুছে যাবে ওই সীমানা-স্বার্থরেখা

একে অপরকে বুক ভরে ভালোবাসবে।

বহুরূপী পুঁজিবাদ

মোনায়েম সরকার

01

দিনে সাজে ভদ্র মানুষ

রাতে শয়তান খুব,

জেকিল এবং হাইড নাম তার

এক দেহে দুই রূপ।

নিজের ওষুধ খেয়েই জেকিল

হাইড হইত নিজে,

বুঝল শেষে শক্তিমানের

অবস্থা হয় কী যে!

মরল পরে হতাশ হয়ে

বাঁচল না সে অার,

ভালো মানুষ মন্দ হওয়ার

এই তো সমাচার।

চারপাশ আজ শত শত

জেকিল হাইডে ভরা,

দিনে সাজে ফেরেশতা আর

রাতে শয়তান ওরা।

ভণ্ড, ওরা ভণ্ড –

বিশ্বটাকে করতে গ্রাস

লোভ ওদের প্রচণ্ড।

ওদের হাতে এই পৃথিবী –

নয়, নিরাপদ নয়;

মরলে ওরা আসবে তবেই

মানুষের সুসময়।

জাগলে মানুষ হটবে ওরা

কাটবে সকল ঘোর,

গাইবে পাখি, খেলবে শিশু

আসবে আলোর ভোর।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.