বন্ধুত্ব এবং ভালবাসা

বন্ধুত্ব এবং ভালবাসা

যানো আমি না কখনো  রবী ঠাকুরের
“শেষের কবিতা”  হতে চাই নি,
আমার জীবন টা অনেক টাই বইয়ের শেষ পাতার মতো
যেমনটা কেউ কখনো বইয়ের শেষ পাতার
লেখাটা মন দিয়ে পড়ে না ,
ঠিক তেমনি আমি
আমি চাই না মাঝপথে
কেউ আমার  হাতটা ছেড়ে দিক ।
জানো তবু সবাই মাঝ পথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যায়
বন্ধু হয়ে যেই আসে
সেই অন্যের মায়ায় পরে আমাকে একলা  রেখে চলে যায়
তাই তো আমি চাই না তুমিও আমার চোখের সম্মুখে অন্য কারো মায়ায় পরে অন্যের হয়ে যাও।
আমি চাই যে আমার বন্ধু সে শুধুই আমার হোক
অন্য কারো নয়
যে আমার বন্ধু সে শুধু আমাকেই কারনে অকারণে মিস করুক
শুধু আমাকেই  অন্য কাউকে না
যে আমার বন্ধু সে শুধু আমাকেই আগলে রাখুক
যে আমার বন্ধু সে শুধু আমার মায়ায় জড়িয়ে থাকুক ।

যানো , আমি তোমাকে কখনও  হুমায়ুন আহমেদ এর হিমুও হতে বলবো  না,
এক অজানা অপেক্ষায়,তোমায় আমি বসিয়ে রাখতে পারবো না।
আমি তোমাকে কখনও  শীর্ষেন্দুর হেমাঙ্গও হতে বলবো  না,
এক জটিল প্রেম যন্ত্রণায় তোমায় ভোগাতে পারবো না।
আমি চাই তুমি বন্ধু হয়ে আমার পাশে থাকো
সুখে দুঃখে ।

তবে আমি আজকে তোমার বন্ধু  হতে পারবো।
বিনা শর্তে,বিনা দ্বিধায় তোমার বন্ধু হয়ে  নিজের কাছে আগলে রাখতো পারবো।
তোমায় কখনো  চোখের জলে আকাশ ভিজতে দিবো না।
তোমার গল্প কথায় আমি  ডুবে যাবো,
কখনো কালজয়ী উপন্যাস হবো আবার কখনো প্রিয় কবিতা।

তবুও তোমায় হারাতে দিবো  না কখনো
বন্ধু হয়ে খুব পাশে রেখে দিবো
একাবিংশ শতাব্দীতে আমি এমন কবি হবো,
যেখানে তুমি হবে আমার কালজয়ী  উপন্যাস।

●অর্পিতা ঐশ্বর্য কামাল কাছনা রংপুর ।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.