বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে ’মহালয়া’

বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে ’মহালয়া’

2বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি ও বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির-এর উদ্যোগে গত ৪ অক্টোবর, ২০১৩ নিজস্ব মন্দির ১৬ দোম এভিনিউ, ইস্ট ইয়র্ক-এ “মহালয়া” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যা ৬:৩০ মিনিট-এ মহালয়া পূজার মধ্য দিয়ে। এরপর সন্ধ্যা ৭টায় নিয়মিত পূজা ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। রাত ৮টায় মহালয়ার মূল অনুষ্ঠান “মহিষাসুরমর্দিনী” মঞ্চস্থ হয়।অনুশীলন টরন্টোর পরিবেশনায় অনুষ্ঠানটির রচনা ও প্রবর্তনা করেন বাণীকুমার। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন শ্রী অরুনাংশু হোর। সঙ্গীতে ছিলেন সর্বশ্রী রনি রয়, ধীমান চৌধুরী, জয়া সরস্বতী, অরুন শর্মা, অমিতাভ চক্রবর্তী, উমা কর, নন্দিতা হোর, ইভা শর্মা, শর্মিলা চক্রবর্তী, মৈত্রী দাশ ও সুভাশিস রায়। চন্ডিপাঠ করেছেন শ্রী অরুনাংশু হোর। তবলাসঙ্গত করেন শ্রী দোলন সিংহরায়, শংখ বাজান শ্রী রঞ্জনা মুখোপাধ্যায়, শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শ্রী সুমন সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতি সুতপা দত্ত। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি শ্রী সুভাষ রায় স্বাগত বক্তব্য রাখেন এবং আসন্ন পূজায় সবার অংশগ্রহনের অনুরোধ জানান।মহিষাসুরমর্দিনী দর্শক-ভক্তদের আপ্লুত করে উপচে পরা ভিড়ের মধ্যেও দর্শক-ভক্তরা নিবিষ্ট মনে অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল সাহা সকল দর্শক-ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানান।এরপর ব্যারিস্টার চয়নিকা দত্তের স্পন্সরশিপ-এ উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হয়।

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.