মিহির কান্তি রাউতের ছড়া

মিহির কান্তি রাউতের ছড়া

mihir cartoon

 

 

 

 

 

 

 

ব  উ   স  মা  চা  র

 

 উয়ের বকা মিষ্টি লাগে

মায়ের বকা তেঁতো

বউয়ের ঝাঁটা খুব লাগে না

পরম প্রিয় সে তো।

ব্যথায় কাতর নিজেই আমি

 

থোরাই করি কেয়ার

বউয়ের পায়ে ম্যাসাজ করে

 

bowটিকিয়ে রাখি ‘পেয়ার’।

বউকে খুশী রাখবো বলে

কিনছি এটা ওটা

ভাই-বোনেরা তুচ্ছ তখন

পাচ্ছি নানান খোঁটা।

 

বউ বললেই মুখে কুলুপ

এক্কেবারেই চুপ,

বউ যদি চায় আলুভাজি

বানিয়ে আনি স্যুপ।

ঘরের কাজে আলসে আমি

না করলেই বাঁচি

বউয়ের সেবায় সবই করি

বউয়ের কাপড় কাঁচি।

 

ট্যাকের জোরে কমতি হলেও

আনবো বউয়ের শাড়ি

ঋণের বোঝা বাড়ছে দেখো

বলতে কি আর পারি!

বউয়ের হাতের রান্না খেয়ে

পায় গো ভীষণ কান্না,

তবুও বলি, ‘যা রেঁধেছো,

বিশ্ব সেরা রান্না!’

 

বউয়ের গুণের রূপের কথা

বলতে হবেই হবে

আর না হলে কোন স্বামীটার

ঘাড়ে মাতা রবে?

বউ বড় ধন খুবই আপন

বউ তো হলো সব

বউয়ের সেবা না করলেই

অশান্তির উদ্ভব॥

অলঙ্করণে ব্যবহৃত কার্টুন : কাওছার মাহমুদ।

 

 

 

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.