৬০ হাজার মাস্তান আমার শত্রু: আনিসুল

৬০ হাজার মাস্তান আমার শত্রু: আনিসুল

05_Anisul+Haque_Global+Dignity+Day_AP_261015_0004ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর ৬০ হাজার মাস্তান আমার শত্রু।

শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্টানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, দায়িত্ব নেয়ার পর প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছি। প্রতিটা বিলবোর্ডের পেছনে তিন জন মাস্তান থাকলে তাহলে আমার এখন শত্রুর সংখ্যা ৬০ হাজার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘জীবনে হয়তো অনেক কিছু হবে, অনেক কিছু পাব, তবে আর কখনো আমার ছাত্র হয়ে উঠা হবে না। তাই ছাত্র থাকা অবস্থায় স্বপ্ন দেখতে হবে। কারণ এ স্বপ্নই জীবনের লক্ষে পৌঁছে দেবে।’

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ডিন ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউজিসি প্রফেসর ড. মঈনুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য আলী আশরাফ চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ড. সেকেন্দার খান, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ইশরাত কামাল খান প্রমুখ। ওএনবি/এমআরকে

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.