
আগামী ২১শে এপ্রিল রবিবার সন্ধ্যা ৬টায় CEDA Hall 2515 Rue Delisle, Montreal এ Bangladesh Socio-cultural forum (BSCF) আয়োজন করতে যাচ্ছে বৈশাখের বিশেষ অনুষ্ঠান “বৈশাখী সন্ধ্যা”।
একসময় মন্ট্রিয়লে মঞ্চ নাটকের খুব প্রবণতা ছিল। তাই নাটকের কথা বিবেচনা করে অনুষ্ঠানের মুল আকর্ষনে থাকছে স্বনামধন্য নাট্য অভিনেতা অভিনেত্রী আজিজুল হাকিম, রিচি সোলায়মান ও সাব্বির রনি অভিনীত বিশেষ হাসির নাটক। নির্দেশনায় রয়েছেন জিনাত হাকিম।
এ ছাড়াও থাকছে গান, নাচ সহ আরো অনেক কিছু। অনুষ্ঠানে হরেক রকম পিঠা, শাড়ী গহনা ও খাওয়ার স্টলের ব্যবস্থা রয়েছে।
সকলকে অনুষ্ঠানে আসার আমন্ত্রন!
Comments are closed.