‘ক্যান্সার একটি ভয়াবহ ঘাতক ব্যাধি। অকালে কেড়ে নেয় মানুষের জীবন…., কেড়ে নেয় স্বপ্ন-সাধ, আহলাদ….তারপরও এ রোগে আক্রান্তরা স্বপ্ন গাঁথে…বেঁচে থাকার স্বপ্ন দেখে….আপনার সহযোগিতা, প্রেরণাময় সান্নিধ্য তাদের এই বেঁচে থাকার স্বপ্নকে দীর্ঘতর করবে….অনেকেই আবার ফিরে আসবে মৃত্যুর দুয়ার থেকে…আর তাই ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ান…তাদের প্রতি সাহায্যের হাত বাড়ান….সময়ের কথা’য় প্রকাশিত বিজ্ঞাপনের পঁচিশ ভাগ অর্থ প্রদান করা হবে বাংলাদেশের ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে….অতএব সময়ের কথায় বিজ্ঞাপন দিন…পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসুন…এ ছাড়া আপনি আর্থিক সাহায্যও প্রদান করতে পারেন সময়ের কথা ক্যান্সার ফান্ডে….
ক্যান্সার একটি ভয়াবহ ঘাতক ব্যাধি। অকালে কেড়ে নেয় মানুষের জীবন, কেড়ে নেয় স্বপ্ন-সাধ, আহলাদ, তারপরও এ রোগে আক্রান্তরা স্বপ্ন গাঁথে, বেঁচে থাকার স্বপ্ন দেখে। আপনার সহযোগিতা, প্রেরণাময় সান্নিধ্য তাদের এই বেঁচে থাকার স্বপ্নকে দীর্ঘতর করবে। অনেকেই আবার ফিরে আসবে মৃত্যুর দুয়ার থেকে। আর তাই ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়ান। সময়ের কথা’য় প্রকাশিত বিজ্ঞাপনের পঁচিশ ভাগ অর্থ প্রদান করা হবে বাংলাদেশের ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে। অতএব সময়ের কথায় বিজ্ঞাপন দিন। পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসুন। এ ছাড়া আপনি আর্থিক সাহায্যও প্রদান করতে পারেন সময়ের কথা ক্যান্সার ফান্ডে।