কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকের স্বীকৃতি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সেরা গবেষকের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ব্রায়ান জে আর স্টিভেনসন। অধ্যাপক নাসির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোহাইলবাড়ি গ্রামের মোঃ আরশেদ আলী মন্ডলের ছেলে।
বর্তমানে তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কানাডার অন্টারিও প্রদেশের থানডার বে শহরে বাস করছেন। প্রসঙ্গত, লেকডেহ বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকের পুরস্কার পেতে হলে প্রার্থীকে ন্যূনতম ১০ বছর বিশ্ববিদ্যালয়ে সক্রিয় গবেষণায় নিয়োজিত থাকতে হবে।
ওই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা ছাড়াও প্রার্থীকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন হতে হয়। যোগ্যতম প্রার্থী পাওয়া সাপেক্ষে প্রতিবছর একজনকে সেরা গবেষক নির্বাচন করা হয়।