
পড়াশোনা এমন জিনিস; যা সহজ নয়.
বিদ্যা-বুদ্ধি, মেধা দ্বারা অর্জন করতে হয়।
পড়াশোনা ছাড়া কারো কোন গতি নাই,
ভালো করে পড়ে শিখে জীবন গড়তে চাই।
পড়াশোনা অনেকেরই করার সুযোগ নাই;
ওদের দেখে শিক্ষা মোদের নিতে হবে ভাই।
মৃত্যু নাগাদ শেখো, পড়ো, মহানবীর বাণী,
পড়া ছাড়া হয়না কিছুই আমরা সবাই জানি।
তাই তো মোরা প্রাণ-পনে শিখি ও পড়ি
মনের মতো জীবনটাকে সুষ্ঠভাবে গড়ি॥