
অধীর অপেক্ষার পর ঘোষনা করা হল অন্টারিও শিক্ষার্থী বেতন নীতি। কানাডার অন্টারিও প্রদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের টিউশন ফি ফ্রি করা হয়েছে।
এখন নিম্নআয়ের শিক্ষার্থীরা বিনা বেতনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাবেন। আগামী বছর (২০১৭) থেকে অন্টারিওতে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিউশন ফি প্রদান করতে হবে না। তবে এই সুবিধা শুধু নিম্ন আয়, অর্থাৎ যেসব পরিবারের আয় বছরে ৫০,০০০ কানাডিয়ান ডলারের নিচে শুধু তাদের জন্য সীমিত।
এই সুবিধা প্রাথমিকভাবে শুধু ১০,০০০ শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে। এই বৃত্তি পাওয়ার শর্ত হিসেবে শুধু ফুলটাইম শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয় উভয় প্রতিস্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহন করতে পারবেন। তবে এই সুবিধা পাবেন শুধু কানাডাতে স্হায়ী অভিবাসীদের সন্তানেরা।
গত ২৫ ফেব্রুয়ারি অন্টারিও লিবারেল সরকার তাদের প্রাদেশিক সংসদে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই বিরল সিদ্ধান্ত কানাডার শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।