একদিন খুব সকালে ফুরফুরে মেজাজ নিয়ে ব্যালকনিতে বসে আম্মু আর আমি চা খাচ্ছিলাম আর নিজেকে পৃথিবীর অতি চালাক হিসেবে আম্মুর সামনে তুলে ধরছিলাম
আম্মু ও খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছিলেন
হঠাৎ ফোনে টিং টাং শব্দে ফুরফুরে মেজাজ আর ফুরফুরে থাকলো না এবার ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই
ফোনের ওপাশ থেকে বলে ওঠে
___ হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম
___ জ্বি, ওয়ালাইকুম আসসালাম
কে বলছেন?
___ জ্বি ব্যাংক থেকে বলছি
“ম্যাম, ক্রেডিট কার্ড xxxx xxxx xxxx 6013 এর জন্য আপনার পেমেন্ট বকেয়া আছে। অনুগ্রহ করে অবিলম্বে পেমেন্ট করুন।”
____”কিন্তু আমি এটা অনেকদিন ব্যবহার করিনি। মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে?
____”না ম্যাম, কোন ভুল হচ্ছে না । আপনার কাছে 5000 টাকা বকেয়া আছে, নন-ট্রানজেকশন ফি দিতে। যেহেতু আপনি গত ৪ বছর ধরে কার্ডে কোনো লেনদেন করেননি, তাই আপনাকে করতে হবে এখন 5000 টাকা দিন।”
____”এটা অন্যায্য। আমি যখন কার্ড ব্যবহার করিনি, তাহলে কেন টাকা দেব?”
_____”ম্যাম, কার্ডের জন্য আবেদন করার আগে আপনার এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল। দয়া করে এখন 5000 টাকা দিন।”
____”কোন ভাবেই না… আমি এর জন্য অর্থ দিতে যাচ্ছি না।”
____”আপনাকে দিতে হবে, ম্যাম। আপনাকে নিয়ম মেনে চলতে হবে।”
____”ঠিক আছে, সেক্ষেত্রে, আমি আমার কার্ড বাতিল করতে চাই। আমি আর এই কার্ড চাই না।”
____”ঠিক আছে ম্যাম। আপনি কার্ডটি বাতিল করতে পারেন, তবে বাতিল করার আগে, অনুগ্রহ করে সমস্ত বকেয়া পরিশোধ করুন। প্রথমে 5000 টাকা পরিশোধ করুন। বকেয়া পরিশোধ না করে আপনি কার্ডটি বাতিল করতে পারবেন না।”
_____”আমি কার্ড ব্যবহার না করার জন্য অর্থ প্রদান করব না।”
_____”অনুগ্রহ করে আপনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে আমাদের বাধ্য করবেন না, ম্যাম। আপনাকে এখন 5000 টাকা দিতে হবে, এর পরে আপনি কার্ডটি বাতিলও করতে পারেন।”
_____”তুমি কি ভাবছ, আমি বোকা ? আমাকে কি তোমাকে বোকা মনে হয়
আমি তোমাকে এক পয়সাও দেব না। আমি কার্ড ব্যবহার করিনি, কেন টাকা দেব? আমি কাল তোমার অফিসে আসব, তোমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে।”
_____”অবশ্যই, ম্যাম। আপনার দিনটি ভালো কাটুক। কল শেষ করার আগে, আপনি কি আপনার ক্রেডিট কার্ডকে প্লাটিনাম ওয়ানে আপগ্রেড করতে চান?”
______”না, আমি চাই না। আমি এই কার্ড ব্যবহার করি না।”
______”আপনি যদি আজ আপনার কার্ড আপগ্রেড করেন, আপনি কিছু উত্তেজনাপূর্ণ অফারও পাবেন।”
_____”অফার কি?”
_____”নতুন প্ল্যাটিনাম কার্ডে কোন ‘কোন লেনদেন ফি’ থাকবে না। এবং যারা আজ আপগ্রেড করছেন তাদের জন্য একটি নগদ পুরস্কারও রয়েছে।”
_____”নগদ পুরস্কার কত?”
______”5000 টাকা, ম্যাম।” যেহেতু আপনি আর আপনার কার্ড আপগ্রেড করতে চাচ্ছেন না তাই আপনার অফার টা বাতিল করা হলো ।
____ আরে নাহ্ নাহ্ শুনো শুনো , আমি তো মজা করলাম হ্যালো, হ্যালো
_____ সরি ম্যাম, ভালো থাকবেন , শুভ কামনা রইলো
এই বলে টুপ করে ফোনটা কেটে দিলো আর আমি বোকার মতো আম্মুর দিকে তাকিয়ে রইলাম
এই মুহূর্তে আমি পৃথিবীর অসহায় আর বোকা মেয়ে হিসেবে আম্মুর কাছে পরিচিতি লাভ করলাম
কেউ আমাকে নোবেল দিতে চাইলে আগেই বলিও নেক্সট টাইম আর এমন ভুল করছি না চালাক বলে কথা
নিজেকে এখনো চালাক মনে করে মনে মনে ভাবছি লোকে ঠিকই বলে ” অতি চালাকের গলায় দরি “
কবি ও লেখক :
অর্পিতা ঐশ্বর্য , কামাল কাছনা রংপুর।