

বোগদানের পুরো নাম জানায়নি তার পরিবারের সদস্যরা। প্রকাশ করেনি পুরো পরিচয়। শিশুটির পরিবারের সদস্যদের দাবি, তার শরীরে এক ধরনের চুম্বক রয়েছে। কিন্তু চিনামাটির মতো অধাতব জিনিসও আটকে ধরায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। চুম্বকের ধর্ম হচ্ছে, কেবল ধাতব বস্তুকে আকর্ষণ করা।
পরিবারের সদস্যদের ভাষ্য, জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে বোগদানের শরীরের। সম্প্রতি এক অনুষ্ঠানে টিভি ক্যামেরার সামনে বোগদানের শরীরে চামচ, চিনামাটির থালা, ভাজার কড়াইসহ বিভিন্ন জিনিস রেখে দেখা যায়, তা আটকে আছে। তবে সে হাত দিয়ে সরালে এসব জিনিস সহজেই শরীর থেকে উঠে আসে। এ সময় বোগদানের মধ্যে এমন ভাব দেখা যায়, এ যেন কোনো অবাক করা বিষয় নয়, খুব স্বাভাবিক ঘটনা। ডেইলি মেইল অনলাইন