পেরুর চুচুইট অঙ্গরাজ্যে এই ৩ কিমি দৈর্ঘ্য এবং ১০০ মিটার প্রস্থের একটি ফাটল উদঘাটিত হয়েছে। ফাটলটি ভুমিকম্পের কারনে সৃষ্ট না বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। পেরুর ইউজিএস সংস্থা নিশ্চিত করেছে যে, গর্তটি যখন সৃষ্ট বলে ধারান করা হচ্ছে তখন উক্ত অঞ্চলে এমন কোন ঘটনা ঘটেছে বলে জানা যায়নি যার জন্য এত বৃহদাকার ফাটল সৃষ্টি হতে পারে। তবে এই ফাটলের কারনে কোন বড় ধরনের বিপযয়ের ঘটনা ঘটেনি। শুধু একটি গ্রামের ছেলে হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত ছেলেটি এখন নিঁখোজ রয়েছে। এই বৃহদাকার ফাটলটির রহস্য এখন উন্মোচন করা যায়নি। পেরুর জিও-ফিজিক্যাল ইন্সিটিউট এর কারন উদঘাটন করার জন্য ক্রমাগত গবেষনা চালিয়ে যাচ্ছে। ফাটলটির মধ্য দিয়ে পৃথিবীর নিচের স্তরের ব্লক প্লেট দৃশ্যমান। পেরুর জিও-ফিজিক্যাল ইন্সিটিউট এর বিজ্ঞানী আলফ্রেড সেসিরিজ বললেন, “আমরা ফাটল স্থানের মাটির ফিজিক্যাল এবং ক্যমিকেল প্রপারটিজ নিয়ে গবেষনা করে পদার্থের মধ্যকার রাসাযনিক পরিবর্তনগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। এতে করে রহস্যটি উদঘাটন করার প্রাথমিক পর্যায়টি বের করা যাবে।” তবে এই অঞ্চলে অস্বাভাবিক মাত্রার খরা হয়ে থাকে। এর পেছনে খরার কোন ভূমিকা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে তিনি ব্যক্ত করেন।
তথ্যসূত্র: ডিবিকেপি