সময়েরকথা ডেস্কঃ টরন্টোর সিটি নিউজ সূত্রে প্রাপ্ত বার্তাগুলিতে বলা হয়েছে – ২৩ বছর বয়সী খুনের সন্দেহভাজন, মিনহাজ জামান এবং অন্য এক অনলাইন গেমারের মধ্যে তিনি কথোপকথন পরিবারের সদস্যদের খুনের কথা উল্লেখ করেছেন এবং নিহতদের ছবিও পাঠিয়েছেন।
মিনহাজের বাড়ির অবস্থান জেনে যায় পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে এবং মিনহাজকে আটক করে।
২০০২ সাল থেকে কানাডায় বসবাস করছিল ওই পরিবারটি। সম্প্রতি মনির ও মুক্তা জামানের ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তাদের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী।
এদিকে একই পরিবারের ৪ জন খুনের ঘটনায় কানাডার বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড। নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ। সে মাদকাসক্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ ধারণা করছেন, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে।
Comments are closed.