ফেসকুকের কর্ণধার মার্ক জুকারবার্গ আজ নিজের ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার, যার বাজারমূল্য ৪৫ বিলিয়ন ডলার, চ্যারিটিতে দান করবেন বলে ঘোষনা দিয়েছেন।
আজ ফেসবুকের এক স্ট্যাটাসে মার্ক তার নতুন শিশুকন্যার আগমন উপলক্ষে এই অভাবনীয় ঘোষনাটি প্রদান করেন। এই ঘোষনার পরে ফেসবুকে কয়েক মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী মার্ক জুকারবার্গ, তার সহধর্মিনী প্রিসিলা চেন, শিশুকন্যা ম্যাক্স কে অভিবাদন জানান।
হোয়াইট হাউজ, বিল গেটসসহ বিপুল সংখ্যক বিশ্বনেতারাও মার্ক জুকারবার্গ কে ভূয়সী প্রশংসা করেন। মার্ক জুকারবার্গ এই পত্রে বলেন, তিনি এই চ্যারিটি ডোনেশন শিক্ষাদান, রোগ নিরোময়, এবং মানব সংযুক্তকরনে ব্যবহার করবেন।
বিল গেটসের সেবামূলক প্রতিষ্টান “গেটস-মিলিন্ডা ফাউন্ডেশন”ও একই ধরনের সেবায় নিয়োজিত আছে বিশ্বব্যপী।
Comments are closed.