অমানবিক ভালোবাসা

অমানবিক ভালোবাসা

তুমি যেদিন চলে গেলে সেদিন আকাশে মেঘ জমে ছিলো
কালো কালো মেঘ ছিলো সেদিন আকাশে
বার বার ভেসে ওঠছিলো তোমার সেই বিষাদ মাখা মায়াবী  মুখ টা
যানো বিন্দু বিন্দু অশ্রু জমে ছিলো সেদিন আমার   চোখের কোণে
তবে তোমার চলে যাওয়াটা অন্তত মানবিক হতে পারতো
চলে যখন যাবেই তখন সেটা  একে অন্যের সাথে আলোচনা করেও নিতে পারতে
তাহলে হয়তো  মনের মধ্যে চাপা কষ্ট যেটা দিনের পর দিন ছিলো সেটা একটু হলেও হালকা হতো
আচ্ছা যদি কখনো তোমার সাথে আমার দেখা হয়
আমি যদি একটু পাগলামী করি কিংবা
চোখের জলে তোমার শার্ট ভিজাই ,
তুমি কি রাগ করবে নাকি আমাকে আগলে নিবে তোমার বুকের পাঁজরে ?
কিছু সত্য না হয় মিথ্যের আড়ালেই থাকতো,
তবুও তো আমাদের শেষ দেখাটা হতো।
হয়তো জোর করে  আর যাই হোক  ভালোবাসা হয় না
তারপরও মনের বিরুদ্ধে গিয়ে কারো সাথে থাকাও যায় না এটা না হয় একটু সময় নিয়েই বুঝতাম।
আমরাও ভালোবেসে একে অন্যের পাশে ছিলাম এই ভেবে না হয় একটু দীর্ঘশ্বাস ফেলতাম।
তবুও তো স্মৃতি গুলো বিষাক্ত মনে হতো না ।
তবে এতটা কঠিন না হলেও পারতে,
নরম স্বরে না হয় বুঝিয়েই বলতে আমার সাথে তোমার ঠিক যাচ্ছেনা।
বিশ্বাসঘাতক না হলেও পারতে প্রিয়
প্রতারক হওয়ার কি খুব দরকার ছিলো??
মিথ্যে মিথ্যে ভালোবাসা আর প্রতিশ্রুতির কোন দরকার ছিলো কি?
স্বপ্নগুলোকে এইভাবে গলা টিপে নাও মারতে পারতে?
তোমার বর্বরতাগুলো নতুন করে আর কাউকে  ভালোবাসতেও দেয় না।
এই যন্ত্রণাদায়ক অনুভূতিটার তীব্রতা তুমি বুঝবেনা জানি।
ভালোবাসতে না পারতে একজন  সাধারণ মানুষ হয়েই থাকতেই পারতে আমার পাশে
তাও তো ভালোবাসার প্রতি সম্মান টা থাকতো
কষ্টের শিরোনামে তোমার দেওয়া ক্ষতগুলো নিরব চিৎকারে শুধু একটা কথাই বলে
“এতটা কষ্ট আমাকে  নাও দিতে  পারতে?

কবি ও লেখক:

অর্পিতা ঐশ্বর্য কামাল কাছনা রংপুর ।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.