আজ থেকে বহু আকাঙ্ক্ষিত কানাডার নাগরিকত্বের আবেদন শুরু। নতুন বিধান আজ ১১ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে।
নতুন প্রস্তাবিত বিলে কানাডার স্থায়ী বাসিন্দাদের (পারমানেন্ট রেসিডেন্টদের) নাগরিকত্বের জন্য আবেদন করতে পাচ বছরের মধ্যে ন্যূনতম তিন বছর কানাডায় অবস্থান করতে হবে বলে শর্তযুক্ত করা হয়েছে যা আগে ছিল ছয় বছরের মধ্যে ন্যূনতম চার বছর।
এই চার বছরের মধ্যে আবার প্রতিবছর অন্তত ছয় মাস করে সশরীরে অবশ্যই কানাডায় বসবাস করতে হচ্ছে, যা আজ থেকে বাতিল করা হচ্ছে। ২০১৪ সালের পূর্বে চার বছরের মধ্যে তিন বছর কানাডায় অবস্থান করার পরই যে-কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন এবং প্রতিবছর কোনো নির্দিষ্ট সময় বসবাসের কোনো বাধ্যবাধকতা ছিল না, যা আবার ফিরে এসেছে।
তবে প্রস্তাবিত বিলে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ভাষাজ্ঞানের শর্ত বর্তমানের মত রাখা হয়েছে। তবে ৫৪ বছরোর্ধ্বদের ভাষার শর্তাবলি শিথিল হচ্ছে ।
এখন ১৮ থেকে ৫৪ বছর বয়সী আবেদনকারীদের ইংরেজি অথবা ফরাসি ভাষায় নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে, তবে ১৮ বছরের নিচে এবং ৫৪ বছরোর্ধ্বদের ইংরেজি অথবা ফরাসি ভাষায় নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে না।
ইমিগ্রেশন কানাডা বলছে, কানাডিয়ান নাগরিক যারা হবেন, তারা কানাডায় বসবাস করবেন, কানাডায় কাজ করবেন এবং কানাডিয়ান সমাজের সঙ্গে মিশে যাবেন। কাজেই তাদের কানাডার অফিশিয়াল কোনো একটি ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বিস্তারিত পড়ুন: নাগরিকত্বের আবেদনে যে ডকুমেন্ট লাগবে