আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি আমাকে ছাড়া অল্পটুকু সময় থাকতে পারতো না।
আজ সেই মানুষটি আমাকে ছাড়া দীর্ঘ সময় থাকতে পারে কিভাবে?
আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি আমার সঙ্গে এক মূহুর্ত কথা না বলে থাকতে পারতো না।
আজ সেই মানুষটি মূহুর্তের পর মূহুর্ত,
প্রায় অনেকটা সময় কথা না বলে থাকতে পারে কিভাবে?
আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি আমাকে প্রতিদিন নিয়ম করে কমপক্ষে একবার দেখার জন্য,
আমাকে আকুতি মিনতি করতো।
আজ সেই মানুষটি আমার সঙ্গে দিনের পর দিন দেখা করে না কেন?
আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি একমাত্র আমার সঙ্গে নিয়ম করে অল্পটুকু সময় থাকবে বলে,
দীর্ঘ থেকে দীর্ঘতম পথের দূরত্ব ভুলে গিয়ে,
আমার কাছে ছুটে চলে এসেছে।
আজ সেই মানুষটি আমার খুব কাছাকাছি থেকেও,
আমার সঙ্গে দেখা করে না কেন?
আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি একমাত্র আমাকে খুব কাছে পাওয়ার জন্য,
তার জীবনের সকল প্রিয় মানুষদের ছেড়ে চলে এসেছে।
আজ সেই মানুষটা সয়ং আমাকে ছেড়ে চলে গিয়েছে কেন?
আমি সত্যি বলছি—
আমার জানতে খুব ইচ্ছে হয়,
যে মানুষটি আমাকে খুব গভীরভাবে ভালোবেসে প্রতিদিন বলেছে,
আমি তোমাকে ভালোবাসি।
আজ সেই মানুষটি দিনের পর দিন প্রায় অনেকটা সময় চলে গিয়েছে,
তবুও সে মানুষটি আমাকে বলেনি কেন?
আমি তোমাকে ভালোবাসি।
● কবি ও লেখক: মোঃ সজিব মিয়া