
বাংলাদেশের গতিদানব খ্যাত তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানে সাংবাদিকদের এ কথা বলেন।
বিসিবি সভাপতি বলেন, বোর্ডের সভায় তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি তারা (আইসিসি) বিষয়টি ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন।
এর আগে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের আইনজীবীদের পরামর্শেই পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।
এদিকে সূত্র বলছে, পুনর্বিবেচনার আবেদন গৃহীত না হলে আইনি পদক্ষেপের চিন্তা-ভাবনা করছে বিসিবি।
ওএনবি.কম/এসএস