সময়েরকথা স্টাফ রিপোর্টারঃ গত ১৩ নভেম্বর, ২০২৩ (সোমবার) সকাল ৮:৪৫ ঘটিকায় অফিসে যাবার পথে অফিসের সামনের রাস্তা এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা বন ভবন সংলঘ্ন গুলশান-মহাখালী রাস্তা অতিক্রম করার সময় অফিসের সামনে একটি প্রাইভেট গাড়ি ইনজেন টেকনলজি লিমিটেড এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব এস.এন.এম. এহছানুল হক (বয়স ৪৪) কে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
দেশে অবরোধের কারণে রাস্তা খালি থাকায় গাড়িটি সহজেই পালিয়ে যায়। পথচারীদের বর্ণনামতে উক্ত গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ১৭-৯৩৩১।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় এস.এন.এম. এহছানুল হককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলের কাছের স্কয়ার সেন্টার অফিস থেকে আহত ব্যক্তির স্ত্রী লিপ্সি মাহবুবা ছুটে আসেন।
আশেপাশে ব্যক্তিদের সহায়তায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়. ইমার্জেন্সি বিভাগে কর্মরত ডাক্তার জরুরি ভিক্তিতে এক্স-রে ও সিটি স্ক্যান করায়। স্ক্যান রিপোর্ট অনুযায়ী কাঁধের হাড়, বুকের পাঁজরের হাড় সহ বেশ কিছু হাড় ভেঙ্গে গিয়েছে।
গত ১৫ নভেম্বর, ২০২৩ (বুধবার) স্কয়ার হাসপাতালে দীর্ঘ ৫ ঘন্টা অপারেশনের পরে কাঁধের হাড় (কলার বোন) ডাক্তার হাড়ের উপরে প্লেট বসিয়ে স্ক্রু বসিয়ে জোড়া লাগিয়ে দেন, ঘটনার দিন এডিএন গ্রুপের প্রতিষ্ঠান ইনজেন টেকনোলজি লিমিটেড এর লিগ্যাল বিভাগের সিনিয়র ম্যানেজার রাজীব আহমেদ (বয়স ৩৭) বনানী থানার অফিসার ইন চার্জ মো: মোস্তাফিজুর রহমান বরাবর একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নম্বর ৮০৪, ট্রেকিং নম্বর TJ4AE4)।
জনাব এহছানুল হক ঘটনার আগে অপরিচিত নম্বর থেকে বেশকিছু কল পেয়েছেন। বর্তমানে এহছানুল হক ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় আছেন।
এ এফ পি/যো-ল