কোনো এক বর্ষার রাতে
হঠাৎ কোনো ঝুম বৃষ্টিতে
আমার হাতাটা আলতো করে ধরে তুমি হাঁটবে
আমার সাথে ভিজবে অনায়াসে
খুব মুগ্ধ হয়ে বৃষ্টি অনুভব করব
তোমার হাতটা আরো শক্ত করে ধরবো।
পিচ ঢালা রাস্তায় তুমি আমি
তোমার হাতের উপর আমার হাত
তুমি মুগ্ধ হয়ে দেখবে আমাকে
হঠাৎ করেই বলে উঠবে এই বৃষ্টিতে তোমায় অপরূপ লাগছে
তোমাকে ভালোবাসে জড়িয়ে নিতে খুব ইচ্ছে করছে
তোমার জন্য যদি আমি হিমু সাঁজি
চিৎকার করে যদি বলি ভালবাসি
তুমি কি রাগ করবে
নাকি মুচকি হেঁসে
এক হাতে আমার হাতটা ধরবে
হঠাৎ করেই খালি পায়ে,মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলে ” ভালোবাসো “
আমি বলবো ভালোবাসি
তুমি বলবে কতটা ভালবাসো ?
আমি তখন বৃষ্টির প্রতিটা ফোটা তোমার ভালোবাসায় উইল করে দিবো
আর চিৎকার করে বলবো বড্ড বেশি ভালোবাসি তোমাকে
তুমি থাকো সবসময় আমার স্বভাবে ।।
কবি ও লেখক:
অর্পিতা ঐশ্বর্য কামাল কাছনা রংপুর ।