
গ্রন্থণা : সাওয়াতুল ছবি
প্রতিবছর হৃদরোগে এবং স্ট্রোকে যত মানুষের মৃত্যু হয়- যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, এখন যুক্তরাষ্ট্রে প্রতিবছর আট লাখ মানুষ হৃদরোগের মারা যায়। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে ৭৫ বছর বা তার কম বয়সী দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু প্রতিরোধ করা যেত যদি জনস্বাস্থ্য সচেতনতা তৈরি কিছু কার্যকরী পদক্ষেপ নেয়া হতো, চিকিৎসা সেবা বৃদ্ধি এবং জীবনযাপনের ধরন পরিবর্তন (যেমন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং ব্যায়াম) করা হতো।
হৃদরোগ বা স্ট্রোকে ৬৫ বছরের কম বয়সী যারা মারা যায় তাদের ৫৬ শতাংশেরই রোগ প্রতিরোধযোগ্য বলে গবেষণায় জানানো হয়েছে।
এছাড়া নারীর তুলনায় পুরুষের মৃত্যু অনেক বেশি প্রতিরোধযোগ্য। এক লাখ পুরুষের মধ্যে ৮৩ দশমিক ৭ শতাংশের এবং নারীর ক্ষেত্রে লাখে ৩৯ দশমিক ৬ শতাংশের মৃত্যু প্রতিরোধযোগ্য। তবে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এ হার অনেক বেশি। তাদের ক্ষেত্রে লাখে ১৪৩ শতাংশ মৃত্যুই প্রতিরোধযোগ্য।