গ্রন্থণা : সাওয়াতুল ছবি
সংবাদটা তাদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়; যারা এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তা এখনো বিয়ের জন্য উপযুক্ত হননি। সম্প্রতি এক গবেষণার পর নরওয়ের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, অবিবাহিতদের ক্যান্সার ঝুঁকি বেশি।সসম্প্রতি বিএমসি পাবলিক হেলথ জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা বিয়ে করেছেন তাদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার কম। বরং বিবাহিতদের চেয়ে অবিবাহিতদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা শতকরা ৩৫ ভাগ বেশি।
তারা জানান, ৪০ বছরের বেশি বয়সী প্রায় সাড়ে ৪ লাখ নরওয়েজিয়ান নর-নারীর ওপর গবেষণা করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ১৯৭০ থেকে ৭৮ সালের মধ্যে অবিবাহিত পুরুষ বিবাহিতদের চেয়ে ১৮ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০০৫ থেকে ০৭ সালে এসে এই পরিসংখ্যান দাঁড়ায় ৩৫ ও ২২ ভাগে।