
কানাডার সরকার নারীদের জন্য হিজাব পরার নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এখন থেকে দেশটির নারীরা হিজাব নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না বলে জানিয়েছে সরকার।
দেশটির বেসরকারি এক সংবাদ সংস্থা জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই হিজাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। সোমবার কানাডার আদালত নেকাবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে সমালোচনার সমাপ্তি টানে।
কানাডার আইনমন্ত্রী জুডি ওয়ালসন বলেন, কানাডার সংস্কৃতিই এদেশের বড় ঐতিহ্য। আমরা একে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কানাডার সংস্কৃতি ও বিশ্বাস হলো, ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ না করা। আমরা এখানকার অধিবাসীদের এ স্বাধীনতা দিতে চাই।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তার অজুহাতে নারীদের হিজাব ও নেকাব নিষিদ্ধ করা হচ্ছিল। সে ধারাবাহিকতায় কানাডাও হিজাব নিষিদ্ধ করে। কিন্তু দেশটিতে এই নিয়ে ব্যাপক সমালোচনার পর এ সিদ্ধান্ত থেকে পিছু হটল।
কানাডার নারীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এটি এক শুভ উদ্যোগ।
ওএনবি/ইক