সময়ের কথা: আজ “সময়ের কথা”র প্রতিষ্ঠাতা সম্পাদক মাহাবুবুল হাসান নীরু ভাইয়ের প্রয়ান দিবস।
“সময়ের কথা” পরিবার গভীরভাবে স্মরণ করে “মাহাবুবুল হাসান নীরু” সকল অবদানকে।
স্বাপ্তাহিক “ক্রীড়ালোক” এবং “রোববার” পরিবারের সকল কাজের শিরোমনি ছিলেন মাহাবুবুল হাসান নীরু । আজ উনি নেই । সেদিনের সেই স্বাপ্তাহিক “ক্রীড়ালোক” এবং “রোববার” পরিবারটাও আর নেই । পরিসমাপ্তও ঘটেছে সেই কবে । তা সত্ত্বেও বেচে আছে “মাহাবুবুল হাসান নীরু” ভাইয়ের সকল কর্মসৃষ্ঠি আর সৃষ্টিশীল সকল সাহিত্যকর্ম, বেচে আছে নীরু ভাইয়ের সর্বশেষ সৃষ্টিশীলকর্ম “সময়ের কথা”। আমরা ভালবাসা সহকারে স্মরণ করি “মাহাবুবুল হাসান নীরু” সকল কর্মসৃষ্ঠিকে।
“সময়ের কথা”র প্রতিষ্ঠাতা সম্পাদক মাহাবুবুল হাসান নীরু ভাইয়ের আত্মার শান্তি কামনা করে “সময়ের কথা” পরিবার ।









