সময়েরকথা ডেস্কঃ বিশ্বকাপ জয়ে সময়টা দারুণ কাটছে লিওনেল মেসিদের। বিশ্বকাপ জয়ের আমেজ নিয়েই এবারের বড়দিন পালন করবেন আর্জেন্টাইন অধিনায়ক। এই আনন্দ বাড়িয়ে দিতে মেসির পরিবারের সঙ্গে যোগ দিয়েছে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের পরিবার।
এই মুহূর্তে মেসি তাঁর জন্মভূমি রোজারিওতে আছেন। রোজারিওর কেন্টাকি কান্ট্রি ক্লাবে থাকেন বিশ্বজয়ী তারকা। সেখানেই পারিবার নিয়ে কাটবে এবারের বড়দিনের উৎসব। প্রস্তুতি চলছে উৎসবের। এই উৎসবে গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন মেসির বন্ধু লুইস সুয়ারেজ। সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোফিয়া বালবি ও তাঁদের দুই সন্তান। ব্যক্তিগত বিমানে করে উরুগুয়ের মন্টেভিডিও থেকে রোজারিও পৌঁছায় সুয়ারেজেরে পরিবার।
বার্সেলোনা থাকাকালীনই মেসি-সুয়ারেজের বন্ধুত্ব গড়ে ওঠে। যা পরবর্তীতে রূপ নেয় পারাপারিক বন্ধুত্বে। প্রায় বিভিন্ন ছুটিতে মেসি ও সুয়ারেজের পরিবারকে একসঙ্গে অবকাশ যাপন করতে দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, মেসির সঙ্গে এবার শুধু সুয়ারেজই বড়দিন উদ্যাপন করবেন না, থাকবেন তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন আন্তর্জাতিক ফুটবল তারকাও। মোট কথা বড় দিনকে কেন্দ্র করে আর্জেন্টাইন তারকার বাড়িতে বসতে যাচ্ছে তারার মেলা।
ধারণা করা হচ্ছে, এই উৎসবে যোগ দিতে সুয়ারেজের পাশাপাশি যোগ দিতে পারেন সার্জিও আগুয়েরোর পরিবারও। আগুয়েরোও মেসির সাবেক সতীর্থের পাশাপাশি ভালো বন্ধু।
সূত্রঃ এন টি ভি