সময়েরকথা ডেস্কঃ বছরের আলোচিত তারকা জুটি পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কে ভাঙনের সুর প্রকাশ্যে আনলেন পরীমনি নিজেই।
শুক্রবার মাঝরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে ফেইসবুকে এক পোস্ট দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের এ নায়িকা।
নিজের ফেইসবুক আইডিতে রাত ১২টা ৪৩ মিনিটে দেওয়া এ পোস্টে পরীমনি লেখেন, “হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান!
“আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।”
এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
রাজের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ও ফেইসবুকে ম্যাসেঞ্জারে বার্তা দিয়েও এ বিষয়ে উত্তর মেলেনি।
এ চিত্রনায়িকার পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে যায় ফেইসবুকে। ৫৫ মিনিটের মাথায় আট শতাধিক শেয়ারের পাশাপাশি প্রায় পাঁচ হাজার ৭০০ রিয়্যাক্ট দেখা যায় সেখানে। ভক্তদের অনেক মন্তব্যও এসেছে; পরামর্শও দিয়েছেন অনেকে।
পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেইসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।
তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন।
পরীমনি সেসময় ‘এসব বন্ধ করো’ আর্তি জানিয়ে রাজ ও মিমের উদ্দেশ্যেও পোস্ট দিয়েছিলেন।
তখন থেকে রাজ-মিমের প্রেম ও পরীর সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে।
পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরী। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়।
শুক্রবার রাতে পরীমনির পোস্টের পর ভক্তদের অনেকেই ঘটনা জানতে চান।
কেউ রাজ্য’র কথা মাথায় রেখে নতুন করে ভাবার পরামর্শ দেন। কেউবা “জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই” লাইনটার প্রশংসা করেন।