
শূন্যের এই পৃথিবীর জীবন বড়ই বৈচিত্র্যময়।
কেউ হারানো অতীত বুকে আগলে রেখে বাঁচতে চায়
আবার কেউ আগামীর স্বপ্নের জাল বুনে সময় পার করে দেয়
কেউ সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে
আবার কেউ আবেগে ভেসে বেড়াচ্ছে
কেউ নিজেকে জেতানোর নেশায় বিভোর
কিংবা অন্য কাউকে
আর নিজের কাছেই তুমি পরাজিত হয়ে যাচ্ছো
হয়তো মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে
পাছে লোকে তোমাকে অনেক কিছুই বলছে
বেঁচে আছো তুমিও, বেঁচে আছি আমিও।
তুমিও সব টাই দেখছো আমিও দেখছি
পার্থক্য কোথায় জানো?
তুমি বেঁচে আছো
চোখের কোণে জল নিয়ে
আর আমি বেঁচে আছি,
চোখের কোণে আগুন নিয়ে।
নিজেকে একবার নিজের মাঝেই খুঁজে দেখো, নিজের প্রতিবিম্ব দেখতে পারবে
ক্ষুদ্র জীবনটার মানে খুঁজে দেখ অতীতের কষ্টে কাতর হয়ে যাবে ।
অতীতের সব প্রশ্নের উত্তর খুজে দেখো
বর্তমান সব দেখতে পারবে।
নিজের সত্তাকে একবারের জন্য জাগিয়ে দেখো,
পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে।
এটাই সম্ভব এবং বাস্তব ।
● কবি ও লেখক:
অর্পিতা ঐশ্বর্য কামাল কাছনা রংপুর ।