তাঁর সংগে পরিচয়ের আটচল্লিশ বছর পর, আজ আমি তাঁর বুদ্ধিদীপ্ত রসিকতার কাছে সানন্দে পরাজিত হয়েছি।
আমি আমার ফেসবুক স্ট্যাটাসে আমাকে অবিলম্বে স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য জোর দাবি জানিয়েছিলাম। সেই দাবির ভাষা নিয়ে আমি নিজেই এখন বিব্রত বোধ করছি।
ভাবছি তাঁর দেয়া দুই টাকার ঐ ধাতব মুদ্রাটি আমি আমার সংগ্রহশালায় সযতনে সংরক্ষণ করবো।
ওটাই হবে তার উপযুক্ত স্থান।
মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনও আমার সেই সংগ্রহশালা পরিদর্শন করেন, তবে আমাকে দেয়া তাঁর ঐ দুই টাকার ধাতব মুদ্রাটি তিনি সেখানে দেখতে পাবেন। সূত্র: ফেইসবুক স্ট্যাটাস