এই পিচ্চি

এই পিচ্চি

অনেক দিন পর এক বান্ধুবির সাথে চা খেতে গেলাম

রাস্তার পাশে এই চায়ের দোকান টা বেশ জনপ্রিয় • প্রায় প্রায় আমি আর আমার বান্ধুবি নীলা এইখানে চা খেতে আসি ।

দোকানদার মামাও আমাদের বেশ পরিচিত , আজও ক্লাস শেষ করে এই চায়ের দোকানে চা খেতে আসলাম 

চায়ের দোকানে আজ নতুন একটা ছেলে কাজে এসেছে তার বাবার শরীল খারাপ তাই ও আজ এসেছে না আসলে হয়তো আজ তাদের না খেয়ে থাকতে হতো 

তবে ছেলেটার বয়স অনেক কম 

আর আমাদের কাছেও ইয়াসিন ছেলেটা বেশ নতুন ।

হঠাত লক্ষ্য করলাম আমাদের ডিপারমেন্ট এর রাসেল স্যার সেখানে এসে ছেলেটাকে উদ্দেশ্য করে বল্লো ” এই পিচ্চি এক কাপ চা দিয়ে যা ” চা আনতেই স্যার বলে উঠলো ” যা এইখান থেকে চেয়ে চেয়ে কি দেখছিস ।

আমি আর নীলা স্যারের এই ব্যবহারে অনেকটাই অবাক হলাম ° 

নীলা আমাকে লক্ষ্য করে বলল ” দেখেছিস রাসেল স্যার বাচ্চা ছেলেটার সাথে কেমন ব্যবহার করল ” 

তখন আমি বললাম ” এই বাচ্চাটা জীবনে অনেক তিক্ত অভিঙ্গতা নিয়ে একদিন বড় হবে দেখিস , এই সমাজে আমাদের মত কিছু মানুষদের প্রতি একটা ঘৃনা কাজ করবে 

ইয়াসিন যখন স্যারের কাছে চায়ের দাম নিতে গেলো আর না বুঝে একটু বেশি চেয়ে ফেললো তখন স্যার ওকে ধমক দিয়ে বললো ” এই বয়সে চুরি করা শিখছোস”।

তখন ইয়াসিনের চোখে বিন্দু বিন্দু জল 

আমি আর চুপ থাকতে পারলাম না , স্যারের সামনে গিয়ে স্যারকে উদ্দেশ্য করে বললাম ” স্যরি স্যার আমি কি এখানে বসতে পারি । স্যার মাথা নাড়ল , আমি চেয়ারে বসে ইয়াসিন কে উদ্দেশ্য করে বললাম ” এই যে বাবু শোন তো ।” স্যার অনেকটাই অবাক হলো 

সাথে ইয়াসিনও খুব অবাক হয়ে কাছে আসলো 

” তোমার নাম কি ?” 

এই পযায়ে ছেলেটা হেঁসে দেয় , নরম করে নামটা বললো ইয়াসিন । 

ইয়াসিন তিন কাপ চা নিয়ে আস তো , বিশ্বাস করুন ছেলেটা খুশি মনে চা আনতে যায় যেন আপন জন তার কাছে চা খেতে চেয়েছে 

লক্ষ্য করলাম স্যার আমার দিকে তাকিয়ে হাসলো আর সেখান থেকে চলে গেলো হয়তো স্যার তার ভুল বুঝতে পেরেছে 

☆ 

Notes: পিচ্চি বা ছোটু নয় বাচ্চাদের সম্মান দিতে শিখুন মনে রাখবেন :

☆☆ { We Count By Changes And Event Within Us . Not By Years } ☆☆

_____ Charles Dickens

কবি ও লেখক:

অর্পিতা ঐশ্বর্য কামাল কাছনা রংপুর ।

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.